
এনামুল হক:
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শরীয়তপুরের নড়িয়ায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক বেসরকারীভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আলমগীর ফকির এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজিয়া সুলতানা মনি।
৮ মে সন্ধ্যায় ভোট গণনা শেষে, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন।
প্রার্থীদের মধ্যে চেয়ারম্যন পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে এ কে এম ইসমাইল হক সর্বমোট- ৩০,২২৮ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ভিপি মামুন সিকদার (মোস্তফা), ঘোড়া প্রতিক নিয়ে-২০৫২৭ টি ভোট এবং আলাউদ্দিন বেপারী, উড়োজাহাজ প্রতীকে ২২৮৬টি ভোট পেয়ে পরিজিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে আলমগীর হোসেন ফকির তালা প্রতীক নিয়ে- ২৮১৯২টি ভোটে বিজয় লাভ করেছেন এবং তার বিরুদ্ধে উড়োজাহাজ প্রতীক নিয়ে জাকির হোসেন বেপারী ২৪৮৩৭ টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে, হাঁস প্রতিক নিয়ে ৩৮৪৩৩ ভোটে বিজয়ী হয়েছেন সুলতানা রাজিয়া এবং তার বিরুদ্ধে নাজমা মোস্তফা ফুটবল প্রতীক নিয়ে ৯২৫৬টি ভোট এবং রাবেয়া কলস প্রতীক নিয়ে -৫৩৪২ টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।