Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / নোয়াখালীতে ঈদের জামাতে নারীদের অংশগ্রহণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নোয়াখালীতে ঈদের জামাতে নারীদের অংশগ্রহণ

March 31, 2025 05:21:14 PM   জেলা প্রতিনিধি
নোয়াখালীতে ঈদের জামাতে নারীদের অংশগ্রহণ

সারাদেশের মত নোয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলার মত নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পোরকরায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে সেখানে পুরুষ মুসল্লির পাশাপাশি নারী ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মত। ইসলামের স্বর্ণ যুগের নারী-পুরুষের সাম্যের উজ্বল দৃষ্টান্ত যেন এই ঈদগাহে ফুটে উঠেছিলো। নানা রংয়ের কাগজ-আর বেলুন দিয়ে সাজানো ইদগাহে যেন সব বয়সী নারী-পুরুষ আর শিশুদের মিলন মেলায় পরিনত হয়েছিলো।

সোমবার (৩১ মার্চ ) সকাল ৮ টায় চাষীরহাট নূরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে হাজার হাজার মুসল্লি স্বতঃস্ফূর্ত ভাবে এই জামায়াতে অংশগ্রহণ করে। এসময় কানায়-কানায় পূর্ণ হয়ে যায় স্কুল মাঠ। জামায়াতে খুতবা দেন হেযবুত তওহীদ সংগঠনের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম। খুতবায় তিনি বিশ্বের মোসলমানদের ঐক্য-ভ্রাতৃত্বের প্রতি গুরুত্বারোপ করেন। বিশ্ব ও রাষ্ট্রের এই সংকটময় অবস্থায় আল্লাহর রাসুল হযরত মোহাম্মদ (সা:) এর প্রকৃত ইসলামের গুরুত্ব তুলে ধরেন।

ঈদের জামাতে অংশগ্রহণ করতে নোয়াখালীর বিভিন্ন উপজেলা সহ আশপাশের জেলাগুলা থেকেও জামায়াতে অংশ নিতে এসেছেন অনেকেই। তাদের একজন হাসনা আক্তার। স্বামীর সাথে তিন সন্তান সহ এসেছেন ঈদের জামায়াতে। কথা হলে জানান, তার বাবার বাড়ি সোনাইমুড়ীর পোরকরা গ্রামেই। গত দুই বছর এখানে খোলা মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হচ্ছে। গত বছর তিনি এসেছিলেন জামায়াতে নামাজ পড়তে। এবছরও এসেছেন। আগের চেয়ে নারী মুসল্লির সংখ্যা বেড়েছে বলে জানান তিনি।

ষোড়শী তিন কিশোরী হাতে জায়নামাজ নিয়ে নিজেদের মধ্যে গল্প করতে করতে প্রবেশ করছেন ইদগাহে। তাদের সাথে কথা হয় প্রতিবেদকের। তারা জানায়, এবারই প্রথম ঈদুল ফিতরের জামায়াতে অংশ নিচ্ছেন। এর আগে কখনো এভাবে ঈদগাহে নামাজ পড়েননি। তারা শুনেছেন এই ঈদগাহে নারীদের জন্য আলাদা প্যান্ডেল, ওয়াশরুম, ওযুর ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। তাই বান্ধবীদের সাথে নিয়ে নামাজ পড়তে এসেছেন।

একই পথ দিয়ে নাতনীকে সাথে নিয়ে নামাজের উদ্দেশ্যে আসছিলেন ষাটোর্ধ কুলসুম বিবি। তিনিও জীবনে প্রথম জামায়াতে ঈদের নামাজ পড়বেন। জানালেন ছোটবেলায় বাবা-ভায়েরা ঈদের নামাজে আসলেও তাকে নেওয়া হতো না।তবে বিভিন্ন হাদিস থেকে তিনি জেনেছেন, রাসুল সা: এর সময়ে নারীরা মসজিদে নামাজ পড়তেন, হ্বজে যেতেন। ঈদের জামাতেও নারীরা অংশ গ্রহণ করতেন। আজকে নারীদের সাথে ঈদগাহে জামাতে নামাজ পড়তে আসায় ছোটবেলার ইচ্ছা পূরণ হচ্ছে বলেও জানান তিনি।

এমনই নানা অনুভূতি নিয়ে নারীরা এসেছিলেন চাষীরহাট নূরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদের জামায়াতে। নামাজ শেষে কেউ কোলাকুলি করছেন একে অপরের সাথে, কেউ আবেগ আপ্লুত হয়ে পড়ছেন দোয়ার মোনাজাতে। এই জামায়াতে নারীদের প্যান্ডেলে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্বে ছিলেন বেশ কয়েকজন নারী। যারা এখানের শৃঙ্খলা ও নারী মুসল্লিদের দেখভাল করার দায়িত্বে রয়েছেন। তাদের মধ্যে থেকে তাহমিনা খানম রুপা জানান, এখানে নারী ও পুরুষদের জন্য আলাদা প্রবেশ পথ ও আলাদা প্যান্ডেল রয়েছে। বেশ কয়েক বছর থেকে পোরকরার শহিদী জামে মসজিদের পক্ষ থেকে এমন আয়োজন করা হচ্ছে। এর আগে মসজিদ প্রাঙ্গনে ঈদের জামায়াত হতো। এখন স্কুলের মাঠে ঈদের জামায়াত হচ্ছে।

সামাজিক কোন বাধার সম্মুখীন হচ্ছেন কিনা এমন প্রশ্নে তিনি জানান, একসময় অনেক মোল্লা-মুফতিরা নারীদের জুম্মায় অংশ গ্রহণ ও ঈদের জামায়াত নিয়ে বিরোধিতা করতেন। তবে এখন অনেকেই এটা সমর্থন করছেন। দেশের বিভিন্ন স্থানে নারীরা মসজিদে ও ঈদগাহে জামাতে অংশ গ্রহণ করছেন। তাছাড়া প্রকৃত ইসলামের যুগে নারীরা রাসুল সা: এর সাথে থেকে যুদ্ধ করেছেন, নামাজ ও হ্বজে অংশ নিয়েছেন। এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না।

নামাজ শেষে মুসল্লিদের মধ্যে খাবার বিতরণ করা হয় আয়োজক কমিটির পক্ষ থেকে। নামাজে যেসকল শিশুরা অংশ গ্রহণ করে তাদের মধ্যে যারা রোযা রেখেছে সেসব বাচ্চাদের পুরস্কারও দেওয়া হয় ঈদগাহের খতিবের পক্ষ থেকে। সব মিলিয়ে নারী-শিশু ও পুরুষ মুসল্লিদের মাঝে যেন ঈদের আনন্দের ভিন্ন আবহের প্রকাশ ছিলো এই ঈদগাহে।