
পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
পাঁচবিবি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী পাঁচবিবি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারে ২০২৪-২০২৫ সনের দ্বি-বার্ষিক নির্বাচনে ৯ থেকে বাড়িয়ে ১১ জনের কার্যনির্বাহী কমিটি করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক সুনীল রায়, আব্দুল আলীম ও শফিকুল আলম চৌধুরী বিপ্লব। সভাপতি ও সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় দৈনিক নয়া দিগন্তের পাঁচবিবি উপজেলা প্রতিনিধি অধ্যাপক মোঃ আজাদ আলী সভাপতি ও দৈনিক সংগ্রাম, দৈনিক সাতমাথা পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি মোঃ আবু হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে একইভাবে সহ-সভাপতি পদে সজল কুমার দাস, সহ-সম্পাদক পদে মোঃ আব্দুল কাইয়ুম মাস্টার, কোষাধ্যক্ষ পদে মোঃ সাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন। অপরদিকে সদস্য পদে আব্দুল হালিম সাবু, দুলাল অধিকারী, শাহ সুলতান আহম্মেদ, উল্লাস কুমার হাজরা, সুমন চৌধুরী, মোঃ দবিরুল ইসলাম ও মোঃ দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।