Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পাঁচবিবিতে কৃষকের জমিতে কেমিক্যাল দিয়ে ৩ লক্ষাধিক টাকার ফসল নষ্ট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাঁচবিবিতে কৃষকের জমিতে কেমিক্যাল দিয়ে ৩ লক্ষাধিক টাকার ফসল নষ্ট

July 08, 2024 09:39:24 PM   উপজেলা প্রতিনিধি
পাঁচবিবিতে কৃষকের জমিতে কেমিক্যাল দিয়ে ৩ লক্ষাধিক টাকার ফসল নষ্ট

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে নিরীহ কৃষকের জমিতে কেমিক্যাল দিয়ে ৩ লক্ষাধিক টাকার ফসল নষ্ট করে ফেলার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পাঁচবিবি থানায় অভিযোগ দায়ের করেছেন উপজেলার কড়িয়া কদুবাড়ি গ্রামের ভুক্তভোগী কৃষক নজিমুদ্দিন।

জানা যায়,  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া কদুবাড়ি গ্রামে পূর্ব শত্রু তার জের ধরে দুর্বৃত্ত কর্তৃক নিরীহ কৃষক নজিমুদ্দিনের পূর্ব কড়িয়া মৌজায় পটল, কচুর লতি চাষ করে আসছেন। গত ২৪ জুন রাতে দুর্বৃত্তের দেওয়া ফসল বিনষ্টকারী  কেমিক্যাল স্প্রে করলে পরের দিন দুইটি জমির গাছগুলো শুকিয়ে পাতা মুড়িয়ে মারা যায়।

শত্রুতার জেরে এ কাণ্ড ঘটিয়েছেন অভিযোগ এনে এ ব্যাপারে একই গ্রামের আঃ সাত্তার এর ছেলে হামিদুল ইসলাম (৫০) ও তার ছেলে সাদ্দামের বিরুদ্ধে পাঁচবিবি থানায় নাজিমুদ্দী বাদী হয়ে লিখিত একটি অভিযোগ দায়ের করেন তিনি।

এরআগে চলতি বছরের জানুয়ারিতে নাজিমুদ্দিনের স্ত্রী মনোয়ারাকে নির্মমভাবে মারপিট করে হাত ভেঙে দেয় হামিদুল ও সাদ্দাম। এতে মিলন বাদী হয়ে জেলা জয়পুরহাট আমলী ২নং আদালতে ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে নাজিমুদ্দীনের ক্ষতি করার চেষ্টা করছে বলে দাবি ক্ষতিগ্রস্থ কৃষকের।