
পাঁচচিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াতপুর মাদ্রাসার সুপার প্রধান শিক্ষক ও তার সহযোগীকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন- মাদ্রাসা সুপারেনটেনডেন্ট আ.ন.ম. আব্দুল মান্নান (৫৪) ও একই উপজেলার জয়হার গ্রামের শামসুদ্দিনের ছেলে শাহজাহান আলী (৪৩)। এ ঘটনায় মাদ্রাসা সুপার আ ন ম আব্দুল মান্নান বাদী হয়ে রোববার রাতে পাঁচবিবি থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, আ.ন.ম. আব্দুল মান্নান, মাদ্রাসা পরিচালনা কমিটি ও নিয়োগ সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার রাতে আব্দুল মান্নান ও তার সহযোগী শাকিয়াকে উত্তেজিত কিছু ব্যাক্তি বেদম প্রহার করেন। পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। এরপর তিনি সুস্থ হয়ে এনামূল ও তার স্ত্রী শাকিয়াসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
স্থানীয় কুসুম্বা ইউপি চেয়ারম্যান জাহিদ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নানা অনিয়মের কারণে এলাকাবাসীর ক্ষোভ ছিল। এসব কারণে ওই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পরেছে। সমস্যার সমাধানে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।