Date: May 14, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে পৃথক এলাকায় দুর্ঘটনায় তিন জনের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে পৃথক এলাকায় দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

July 10, 2023 07:33:18 PM   উপজেলা প্রতিনিধি
পঞ্চগড়ে পৃথক এলাকায় দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে পৃথক এলাকায় সড়ক দূর্ঘটনায় আজহারুল ইসলাম (২৮), সবুজ রায় শান্ত (১৮) এবং দিপু রায় আপন (১৭) নামে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে একই মোটরসাইকেলের আরেক আরোহী অজিত চন্দ্র রায়।

রোববার (০৯ জুলাই) রাতে পঞ্চগড় সদর উপজেলার বোর্ড বাজারে ও গভির রাতে দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট এলাকায় এ ঘটনাগুলো ঘটে।

স্থানী সূত্রে জানা যায়, পঞ্চগড় সদরের বোর্ড বাজারে একটি চলন্ত ইজিবাইকে ছিলেন আজহারুল। পেছনে থাকা পঞ্চগড়গামী একটি ট্রাক ইজিবাইকের পেছনে গিয়ে হর্ণ দিলে ভয়ে রাস্তায় লাফিয়ে পড়েন তিনি। এতে চলন্ত ট্রাকে চাপা পড়ে গুরুত্বর আহত হলে দ্রুত উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় আজহারুল।

এদিকে একইদিন রাত দেড়টার পর উপজেলার পামুলী ইউনিয়নে একটি বিয়ের দাওয়াত খেয়ে এক মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলো সবুজ রায়, দিপু রায় ও অজিত রায়। লক্ষীরহাট বাজারের গ্রামীনফোন টাওয়ারের দিকে মোটরসাইকেলে মোড় ঘুরানোর সময় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি পাথর বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। রাস্তায় তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ কল দিয়ে সাহায্য চাইলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে সবুজ রায় ও দিপু রায়ের মরদেহ উদ্ধার করে এবং গুরতর আহত অবস্থায় অজিত রায়কে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম পৃথক স্থানে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বোদাপাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে আজহারুল ইসলাম ও দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের শিবের হাট গ্রামের রিপন কুমার রায়ের ছেলে সবুজ রায় শান্ত এবং দেবীডুবা ইউনিয়নের সুলতানাপুর গ্ৰামের দেবেন্দ্র নাথ রায়ের ছেলে দিপু রায় আপন। আহত অপর আরোহী লক্ষীরহাট ঘোষ পাড়া গ্ৰামের আমিন চন্দ্র রায়ের ছেলে অজিত চন্দ্র রায়।