Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

June 24, 2022 12:42:12 AM  
তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে আইফা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝি পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত শিশু আইফা একই এলাকার রনি ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু আইফা কয়েকজন শিশুর সাথে বাড়ির পাশে খেলা করছিল। খেলার এক সময় পাশে থাকা একটি পুকুরের পানিতে অসাবধানবশত পড়ে যায় সে। এ সময় এক মোটর সাইকেল আরোহী শিশুটিকে পুকুরের পানিতে পড়ে যেতে দেখে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু আইফা খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে যায়।