Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ

August 08, 2022 10:38:17 AM  
পঞ্চগড়ে প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে ১৫ বছর বয়সী এক কিশোরী প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক হাসান (২৫) সহ ৬ জনের বিরুদ্ধে। এদিকে স্থানীয়দের সহায়তায় আহত কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) দিনগত রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোড় ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। রবিবার (৭ আগস্ট) সকালে আটোয়ারী থানায় প্রেমিক হাসানের নাম উল্লেখ করে ৬জনের নামে এজাহার দায়ের করেছে ভুক্তভোগী পরিবারটি। ধর্ষণের শিকার ওই কিশোরী তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্তরা হলেন, আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী মালগোবা গ্রামের মৃত আমিনার রহমানের ছেলে মো. হাসান (২৫), একই এলাকার ফতেহপুর গ্রামের খামির উদ্দিনের ছেলে মো. সবুজ (৩০), আব্দুর রহমান (৫০), তার ছেলে আমিনুল ইসলাম ডিপজল (২৫), খাজিম উদ্দিনের ছেলে মো. নজরুল (৪০) ও কৈলাসের ছেলে ওমর (৩০)।

জানা গেছে, এক বছর আগে মালগোবা গ্রামের হাসানের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক হয় ওই কিশোরীর। মামার বাড়িতে যাওয়া আসার সুবাদে হাসানের সঙ্গে তার দেখা হয়েছিল। শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে স্কুলে গিয়েছিল কিশোরী। দুপুরে মোবাইলে কল দিয়ে দেখা করার কথা বলে তাকে পঞ্চগড়ে ডেকে নেয় হাসান। বিকালে পঞ্চগড় পৌঁছালে কাজি অফিসে নিয়ে যাওয়ার কথা বলে রাতে আটোয়ারী উপজেলার বন্দরপাড়া গ্রামে নিয়ে যাওয় তাকে। সেখানে হাসান ও তার বন্ধু সবুজ ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ওই এলাকার আব্দুর রহমান, তার ছেলে আমিনুল ইসলাম, তাদের প্রতিবেশী নজরুল ও ওমর সেখানে উপস্থিত হলে হাসান ও সবুজ পালিয়ে যায়। এই সুযোগে ধর্ষণ করে তারাও। একপর্যায়ে তাকে ফেলে সবাই পালিয়ে যায়। গভীর রাতে মান্নান নামে এক পথচারী কিশোরীকে উদ্ধার করে বন্দরপাড়া গ্রামের নায়েব আলীর বাড়িতে নিয়ে যান। পরে নায়েব আলী তার পরিবারের লোককে খবর দিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে এজাহার গ্রহণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে।