
পঞ্চগড় সংবাদাতা:
উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। পর পর দু’বার মৃদু কম্পনে কিছুটা আতংক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে।
এর মাঝে প্রথম দফায় রাত ১২ টা ৩১ মিনিটে। এবং দ্বিতীয় দফায় রাত ৩ টা ২৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়। এসময় ভূমিকম্পে কিছুটা আতংক ছড়িয়ে স্থানীয়দের মাঝে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার (১ জুলাই) গভির রাতে জেলার বিভিন্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়। তবে ভূমি কম্পণের তীবতা খুবই কম ছিল, অল্প সময় স্থায়ী হওয়ায় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশ থেকে ৬১ কিলোমিটার দুরের দেশ ভূটানের রাজধানী থিম্পু থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। প্রথম ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পণের তীব্রতা ৪ দশমিক ৭ এবং দ্বিতীয় বার ভুমিকম্পে রিখটার স্কেলে কম্পণের তীব্রতা ছিলো ৪ দশমিক ৩।
এ বিষয়ে জানতে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে একাধীক বার ফোন দিলেও কাউকে পাওয়া যায় নি।