Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে নকল ও নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে নকল ও নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

July 18, 2022 06:07:10 AM  
পঞ্চগড়ে নকল ও নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড়ে নকল ও নিষিদ্ধ পণ্য সামগ্রী বিক্রি করার দায়ে ৩ প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।

রোববার (১৭ জুলাই) বিকেল থেকে সন্ধা পর্যন্ত পঞ্চগড় সদরের পৌরবাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

অভিযান সূত্রে জানা যায়, বিকেল থেকে পঞ্চগড় সদরের বিভিন্ন বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এদিকে অভিযানটি পৌরবাজার এলাকায় গেলে অভিযানে নকল ও নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী পাওয়া যায় ৩ প্রতিষ্ঠানে। এসময় নকল ও নিষিদ্ধ পণ্য বিক্রয় করার অপরাধে ফারুক স্টোরকে ৩ হাজার টাকা, পিয়ার ট্রেডার্সকে ৩ হাজার টাকা ও মেসার্স সুলফ বিতানকে ২ হাজার টাকাসহ মোট ৩ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সাথে তাদের সচেতন করা হয়।