Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

July 06, 2022 11:08:27 AM  
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সবিরুল ইসলাম (৪৮) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বারপাটিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত সবিরুল একই এলাকার শোভা উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সবিরুল মানষিক ভারসাম্যহীন ছিলেন। সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে পাশের পুকুর ধারে হাঁটছিলেন। পরে পুকুরের পানিতে নামলে সাঁতার না জানায় গভীরে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজির পরে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় পুকুরের পানিতে ডুবে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।