
পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের ২০২২ ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় প্রধান শিক্ষক আনিসুল ইসলামের সভাপতিত্বে ও মনিরুল হক বিপ্লবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফজল মাহমুদ। সহকারী শিক্ষক মো. ইসমাইল হোসেন কর্তৃক পবিত্র কুরআনের তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে ৫৫ জন জিপিএ-৫ প্রাপ্ত ও ৮ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ।
এসময় ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম, সহকারী শিক্ষক কাজী একরামুল হক, নূর আলম, মনোয়ার হোসেন লিটন, এরশাদুল আজম, শাহীনুর ইসলাম, নিলুফা আক্তারসহ আরো উপস্থিত ছিলেন এম. এ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন (কেজি) শাখার প্রধান শিক্ষক আবু ওয়াহেদ। এ সময় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
সেই সাথে পাটগ্রাম পৌর ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর তার বক্তব্যে জানান, লালমনিরহাট জেলা পর্যায়ে এত ভালো ফলাফল করার পরেও প্রতিষ্ঠানটিতে কেন বহুতল ভবনের অনুমোদন হয় না, সে বিষয় সরকারের কাছে জোর দাবি জানান।