Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পাটগ্রামে বীর নিবাসের চাবি হস্তান্তর করলেন এমপি মোতাহার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাটগ্রামে বীর নিবাসের চাবি হস্তান্তর করলেন এমপি মোতাহার

March 20, 2023 06:23:34 PM   দেশজুড়ে ডেস্ক
পাটগ্রামে বীর নিবাসের চাবি হস্তান্তর করলেন এমপি মোতাহার

পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ' প্রকল্পের আওতায় নির্মাণ কৃত বীর নিবাস এর ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় শহিদ আফজাল মিলনায়তনে পাটগ্রাম উপজেলার নির্বাহী অফিসার মাহামুদুল হাসান এর সভাপতিত্বে উক্ত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম ( সুইট), উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন (লিপু), উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা সালাউজ্জামান ফারুক, দহগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান, পাটগ্রাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী প্রমুখ।