
পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বুড়িমারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম-হাতীবান্ধা আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শওকত হায়াত প্রধান বাবু, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাহউদ্দিন ওপেল, লালমনিরহাট জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সফিয়ার রহমান, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম নিয়াজ নাহিদ, বুড়িমারী সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেনসহ বুড়িমারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার সাধারণ জনতা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান উপস্থিত জনতার কাছে তার মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।