
পটুয়াখালী সংবাদদাতা:
পটুয়াখালীতে ঝড়ের কবলে পড়ে শাহিন হাওলাদার নামে ৪৫ বছর বয়সী এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে।
রোববার দুপুর দেড়টার দিকে শহরের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাহিন একই এলাকার খবির হাওলাদারের ছেলে। তার মেয়ের নাম সোনিয়া আক্তার।
নিহতের খালা চান ভানু বলেন, দুপুর দেড়টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় ঘরের নিচে চাপা পড়ে সোনিয়া। তাকে উদ্ধারে সবাই দৌড়াদৌড়ি করছিল। এর কিছুক্ষণ পরই নদীর পাড়ে শাহিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। টিন উড়ে তার গলায় পড়েছিল।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, হঠাৎ ঝড়ে একজনের মৃত্যু ও একজন আহত হন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।