Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পদ্মা নদীতে ছিনতাইকালে আটক ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পদ্মা নদীতে ছিনতাইকালে আটক ৩

April 05, 2024 05:16:59 PM   জেলা প্রতিনিধি
পদ্মা নদীতে ছিনতাইকালে আটক ৩

শরীয়তপুরের জাজিরায় পদ্মানদীতে ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে আটক করেছে মাঝিরঘাট নৌ-পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) সকালে উপজেলার সিডারচরের পদ্মানদীর ডহুরী খাল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মুন্সিগঞ্জের লৌহজং এলাকার সামুর বাড়ীর মৃত হোসেন মাদবরের দুই ছেলে রুবেল মাদবর (৩০) ও আল আমিন (২২), একই এলাকার কুরবান ঢালীর ছেলে মাসুম ঢালী (৪০)।

মাঝিরঘাট নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত জাটকা নিধন বিরোধী অভিযান পরিচালনা করার সময় মুঠোফোনে তারা জানতে পারেন, একটি ট্রলারে করে তিনজন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নৌযান শ্রমিকদের থেকে জোরপূর্বক টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করছে।  এমন সংবাদের ভিত্তিতে মাঝিকান্দি নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ জসিম উদ্দীনের নেতৃত্বে নৌ-পুলিশের একটি টীম স্পিডবোট নিয়ে অভিযানে নামে। পরে সিডারচর সংলগ্ন পদ্মানদীর ডাহুরী খালের কাছাকাছি থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চিনতাইয়ের কাজে ব্যাবহৃত ট্রলারসহ দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়।

মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) জসিম উদ্দীন ছিনতাইকারী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সকালে মুঠোফোনে কল পেয়ে জানতে পারি নদীতে তিনজন ছিনতাইকারী ট্রলারযোগে ছিনতাই করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সরকারি স্পিডবোট নিয়ে ছিনতাইকারী ধরতে অভিযান পরিচালনা করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। তবে তাদের ট্রলারের গতি স্পিডবোটের তুলনায় কম হওয়ায় পালাতে ব্যার্থ হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নৌ-পুলিশের পক্ষ থেকে জাজিরা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।