Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পদ্মা সেতু উত্তর এলাকায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পদ্মা সেতু উত্তর এলাকায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

May 30, 2023 06:44:00 PM   নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতু উত্তর এলাকায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর এলাকা হতে ৬ কেজি গাঁজাসহ এক  মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ অনিক ইসলাম (১৯) বলে জানা যায়।

সোমবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার পদ্মা সেতু (উত্তর) থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক এক লক্ষ ৮০ টাকা মূল্যের ৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।