Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পদ্মাসেতু এলাকা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পদ্মাসেতু এলাকা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

November 22, 2024 06:45:03 PM   স্টাফ রিপোর্টার
পদ্মাসেতু এলাকা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানার চর মজিদ ঢালী কান্দি এলাকা থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা ১ নম্বর নাওডোবা ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, ওই ব্যক্তির মৃত্যু ৪-৫ ঘণ্টা আগে হয়েছে এবং তিনি ব্রিজ থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন।

পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন দেশেরপত্রকে বলেন, মরদেহটি উদ্ধার করে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পোষ্টমর্টেমের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি পদক্ষেপ নেওয়া হবে।