
পদ্মা নদী থেকে অবৈধ বালু বহনকালে ৪টি বোলকেটকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ নভেম্বর) শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেস্বর নৌঘাটে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি মহল অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছিল। এমতাবস্থায়, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, সহকারী কমিশনার (ভূমি) পারভেজ হাসান, নড়িয়া থানা পুলিশ এবং সুরেস্বর নৌ পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে ১৭ জন ব্যক্তিকে আটক করা হয় এবং ৪টি বোলকেট জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ৪টি বোলকেটকে ২ লক্ষ ৫০ হাজার করে মোট ১০ লক্ষ টাকা জরিমানা করেছে।
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য বলেন, “আমরা অবৈধ বালু বহনকারী ৪টি বোলকেট এবং ১৭ জন ব্যক্তিকে আটক করেছি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।”