
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তাবন্দী গাঁজা ফেলে পালিয়েছে দুই মাদক কারবারি। তবে নৌ-পুলিশ ১৫ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত ট্রলারটি জব্দ করেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে পদ্মা নদী ও পদ্মা সেতুর পূর্ব পাশে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির এসআই এনামুল হক ও তার সঙ্গীয় ফোর্স পদ্মা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় একটি ট্রলার পুলিশের নৌকা দেখে দ্রুতগতিতে পদ্মা সেতুর পাড়ের দিকে চলে যায়। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পুলিশ ট্রলারটির পিছু নেয়, তবে ট্রলারে থাকা দুই মাদক কারবারি দ্রুত পাড়ে নেমে পালিয়ে যায়।
পরবর্তীতে নৌ-পুলিশ ট্রলারটি তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর লুকানো ১৫ কেজি গাঁজা উদ্ধার করে।
মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, "আমাদের নিয়মিত টহলের সময় একটি সন্দেহজনক ট্রলার দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। আমরা সেটি অনুসরণ করলে ট্রলারের দুই আরোহী নদীর পাড়ে গিয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বস্তাবন্দী ১৫ কেজি গাঁজা উদ্ধার করি।"
এ বিষয়ে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাশেম জানান, "আমাদের টহল টিম দেখে দুই ব্যক্তি ট্রলার ফেলে পালিয়ে যায়। পরে আমাদের সদস্যরা ট্রলারে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক জিডি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।"