
নরসিংদী সংবাদদাতা:
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সন্তান জার্মান দূতাবাসের এনডিসি মো. মোশাররফ হোসেন ভূইয়া। মঙ্গলবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মতিন ভুইয়া, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের জেলা সভাপতি বীর মুক্তিযুদ্ধা আঃ মোতালিব পাঠান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. আলী হোসেন শিশির প্রমুখ।