Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আশুলিয়া থানা পুলিশের আনন্দ র‌্যালি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আশুলিয়া থানা পুলিশের আনন্দ র‌্যালি

June 26, 2022 07:08:45 AM  
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আশুলিয়া থানা পুলিশের আনন্দ র‌্যালি

আশুলিয়া সংবাদদাতা:
পদ্মা বহুমূখী সেতুর উদ্বোধন উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালির আয়োজন করেছে আশুলিয়া থানা পুলিশ। শনিবার সকালে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এ র‌্যালির আয়োজন করা হয়। আশুলিয়া থানার তদন্ত ইনচার্জ জিয়াউল ইসলামের নেতৃত্বে আনন্দ র‌্যালিটি বাইপাইল চন্দ্রা সড়ক প্রদক্ষিণ করে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করে নতুন দিগন্তের উন্মোচন করলেন। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় আজকে আমরা  দেশের অর্থনীতিকে আরো বেগবান করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের সরকার। দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন আমাদের দেশের  জিডিভিতে বড় ভূমিকা রাখবে ।

আশুলিয়া থানার অপারেশন ইনচার্জ আব্দুর রশিদ বলেন, আমাদের নিজেদের অর্থায়নে একটা মাইলফল ও বড় অবদান স্বপ্নের পদ্মা সেতু। বাংলাদেশের উন্নয়নের পথে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব। দক্ষিণাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে জনগণের জানমাল নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দ্বারপ্রান্তে।