
রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
‘পদ্মাসেতু উদ্বোধনের আনন্দ শুধু পদ্মাপাড়ে নয়, উদযাপন হবে সারা দেশে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে পদ্মা বহুমূখী সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালি ও প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী কলাবাড়ি বারবান্দা বড়াইবাড়ি ও চুলিয়ারচর শিক্ষক শিক্ষার্থীর আয়োজন এই আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ২৮ কুড়িগ্রাম-৪ ও প্রেসিয়িাম সদস্য মো.রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান কেএম ফজলুল হক মন্ডল ও ইউপি সদস্য ফিরোজ মিয়া বিএসসি।