
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামে অবস্থিত বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন সাপ্তাহিক ছুটিসহ আট দিন বন্ধ থাকবে। বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ (C&F) অ্যাসোসিয়েশন এ ছুটির ঘোষণা দিয়েছে। তবে এই সময় পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, ২৯ মার্চ (শনিবার) থেকে ৫ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। দুই দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে ছুটির চিঠি বিনিময় করা হয়েছে। ৬ এপ্রিল (রোববার) থেকে বন্দর কার্যক্রম পুনরায় চালু হবে।
বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, "দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশন ও সিএনএফ কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ আট দিন বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল থেকে বন্দরের কার্যক্রম শুরু হবে।"
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, "আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।"