Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / প্রকল্প পরিচালকের উপর হামলার প্রতিবাদে শেরপুর এলজিইডির মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রকল্প পরিচালকের উপর হামলার প্রতিবাদে শেরপুর এলজিইডির মানববন্ধন

January 31, 2023 07:39:48 AM   দেশজুড়ে ডেস্ক
প্রকল্প পরিচালকের উপর হামলার প্রতিবাদে শেরপুর এলজিইডির মানববন্ধন

শেরপুর প্রতিনিধি:
গত ২৯ জানুয়ারী চট্টগ্রাম নগরীর টাইগারপাসে সিটি করপোরেশনের প্রকল্প পরিচলাক প্রকৌশলী গোলাম ইয়াজদানীর উপর শারীরিকভাবে লাঞ্চনার প্রতিবাদে ইঞ্চিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের পক্ষ থেকে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩টা শেরপুর এলজিইডি ভবনের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হামলার তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি করে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন শেরপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইঞ্চিনিয়ার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ন একটি প্রকল্প পরিচালকের কক্ষে কর্মরত থাকা অবস্থায় অনুমতি ছাড়া কক্ষে প্রবেশ করে ২০-২৫ জন ঠিকাদার যে হামলার ঘটনা ঘটিয়েছে এটা নজিরবিহীন। তারা উপর্যুপরি কিলঘুষি মেরে সন্ত্রাসী কর্মকান্ড করেছে। একজন সরকারি কর্মকর্তার অফিসে এই ধরনের সন্ত্রাসি কর্মকান্ড কোন ভাবেই গ্রহনযোগ্য নয়।

এসময় শেরপুর এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী ইঞ্চিনিয়ার জাহানারা পারভীন, উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. গিয়াস উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ছমির উদ্দিনসহ বিভিন্ন শাখার প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।