Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

January 31, 2023 03:26:14 AM   দেশজুড়ে ডেস্ক
প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মাগুরা প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী ওপর ঠিকাদারের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরার মহম্মদপুরে এলজিইডি ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার মহম্মদপুর উপজেলার এলজিইডি সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এ মানববন্ধনের আয়োজন করে।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে উপ-সহকারী প্রকৌশলী মো. এমাজুল ইসলাম, আব্দুস সাত্তার, মো. আব্দুল্লাহ, আসাদুজ্জামান নূরসহ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বক্তব্য দেন।

মানববন্ধনে প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হোসাইন বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে প্রচলিত ফৌজদারী আইনের আওতায় আনা, বিভাগীয় তদন্ত শেষে ঠিকাদারের লাইসেন্স ও জামানত বাতিল ও মাঠ পর্যায়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।