
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।
১০ এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষায় উপজেলার প্রতিটি কেন্দ্রের সামনে হেল্প ডেস্ক বসিয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে পরীক্ষার শেষ পর্যন্ত পানি, কলম, স্কেল, হার্ডবোর্ড, স্যালাইন, টিস্যু ও ইসলামিক বইসহ বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করছে সংগঠনটি।
উপজেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আবু সালে সরকার জানান, মোট ৬টি কেন্দ্রে এই কার্যক্রম চলছে। সভাপতি রাশেদুল ইসলাম বলেন, আমরা পরীক্ষার আগেই অনেক শিক্ষার্থীর বাসায় উপকরণ পৌঁছে দিয়েছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকবো ইনশাআল্লাহ।