Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে অন্তঃউপজেলা ক্রিকেট টুনামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে অন্তঃউপজেলা ক্রিকেট টুনামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল

February 22, 2025 06:31:45 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে অন্তঃউপজেলা ক্রিকেট টুনামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ক্রিকেট একাডেমি আয়োজিত অন্তঃউপজেলা ক্রিকেট টুনামেন্ট-২০২৫ এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় খেলার উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন ডি.এন ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রহিম, পীরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি এএইচ লিটন, সাজঘর এর স্বত্বাধিকারী ও যুগের আলো উপজেলা প্রতিনিধি জুলফিকার আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মানজিরুল ইসলাম ইমু, পীরগঞ্জ ক্রিকেট একাডেমির সভাপতি জিয়াউল্লাহ রিমু, সম্পাদক নুরে আলম সিদ্দিকী কনক, সহ-সভাপতি রাসেল সরকার এবং কোষাধ্যক্ষ রুবেল আলী প্রমুখ।

২০ ওভারের খেলায় ৬নং ইউনিয়ন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৯নং ইউনিয়নকে ব্যাটিংয়ে পাঠালে তারা সবকটি উইকেট হারিয়ে ১২০ রানের টার্গেট দেয়। জবাবে ৬নং ইউনিয়ন ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২০ রান করে ২ উইকেটে ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে। ৬৮ রান করে ম্যান অফ দা ম্যাচ হন অধিনায়ক লিমন।

এখন ফাইনাল খেলা আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।