Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে ইট ভাটা রক্ষার্থে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে ইট ভাটা রক্ষার্থে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি

March 04, 2025 08:26:16 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে ইট ভাটা রক্ষার্থে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবরে স্মারক লিপি দিয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ইট প্রস্তুতকারী মালিক সমিতির উপজেলা শাখার সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত স্মারক লিপি প্রদান করা হয়।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়, "বিপরীতমুখী অবস্থান নিয়ে বৈধ পদ্ধতির জিগজাগ ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা এবং ভাঙচুর বন্ধ করতে হবে। ইটভাটা চালানোর জন্য বহু প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করে আসছে মালিকরা। বায়ু দূষণ রোধে আধুনিক প্রযুক্তির জিগজাগ ভাটা স্থাপন করে পরিবেশবান্ধব এবং টেকসই পদ্ধতির সাথে পরিচিতি লাভ করেছে।"

এতে আরও বলা হয়, “ইটভাটায় প্রায় ৫০ লাখ শ্রমিক রয়েছে, যারা ২ কোটি মানুষের রুটি রোজগারের ব্যবস্থা করে। ইটভাটা বন্ধ হলে এই শ্রমিকরা বেকার হয়ে পড়বে। ইটভাটার মালিকরা প্রায় ৮ হাজার কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে চলছেন, এবং এসব ভাটা বন্ধ হলে ব্যাংক ঋণ অনাদায়ী থেকে যাবে। তাছাড়া, ইটভাটার মালিকরা বছরে হাজার হাজার কোটি টাকার রাজস্ব প্রদান করছেন।”

এছাড়া “ড্রাম চিমনি, ফিক্সড চিমনি এবং লাকড়ি দিয়ে পুরানো ইটভাটা বন্ধ করা হলে মালিকরা কোনো আপত্তি নেই বলেও একমত পোষণ করেছেন।” স্মারক লিপিতে সাতটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে ইটভাটা মালিকরা তাদের অবস্থান স্পষ্ট করেছেন।