Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে দুইদিনব্যাপি সাহিত্য মেলা উদ্বোধনী অনুষ্ঠান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে দুইদিনব্যাপি সাহিত্য মেলা উদ্বোধনী অনুষ্ঠান

July 27, 2023 09:26:50 PM   দেশজুড়ে ডেস্ক
পীরগঞ্জে দুইদিনব্যাপি সাহিত্য মেলা উদ্বোধনী অনুষ্ঠান

পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি:
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে উপজেলা সাহিত্য মেলা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে বাংলা একাডেমির সমন্বয় ও জাতীয় গ্রন্থ্যকেন্দ্রের সহযোগীতায় দুই দিন ব্যাপি উপজেলা সাহিত্য মেলা ও বই মেলা ২০২৩ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরগাও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ আতাউর রহমান যুগ্ন সচিব সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়, অধ্যাপক ইসরাফিল শাহিন নাট্যকলা ও সংগীত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর মোঃ আব্দুল জলিল অধ্যক্ষ ঠাকুরগাও সরকারি কলেজ, প্রফেসর মোঃ আব্দুল মতিন অধ্যক্ষ পীরগঞ্জ সরকারি কলেজ, পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ। সাহিত্য মেলা ও বই মেলায় লেখক সহ কর্মশালা, বিভিন্ন বইয়ের স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।