
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকদের দ্রুত বিচারসহ সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় কয়েক শত শিক্ষার্থী সমবেত হয়। পরে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব চৌরাস্তায় ফিরে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে, কিন্তু দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা এ প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। আগামীতে ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। প্রতিবাদ মিছিলে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী অংশ নেন।