
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহজালাল সাজু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য (ঠাকুরগাঁও-৩) জাহিদুর রহমান জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার (অ:দা) এন এম ইসফাকুল কুবির, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লা, উপজেলা সমাজসেবা অফিসার রফিউল ইসলাম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম প্রমুখ।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট গ্রুপ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।