
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার পিজিআর খামারীরা। বুধবার (৫ মার্চ) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন খামারী সাজেদুল ইসলাম, দুলু মিয়া, শাজাহান, শাবানা প্রমুখ।
এতে বক্তারা বলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে অত্র অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছেন। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রতিটি ইউনিয়নের পিজি খামারীদের বরাদ্দকৃত ২টি সভার বাজেটের টাকা আত্মসাৎ করেছেন। চলতি সনের ৩০ জানুয়ারি এলডিডিপি প্রকল্পের আওতায় বুফ এন্ড বুফালো পিজি ও ডেইরি পিজি গ্রুপের প্রতিটি সদস্যের জন্য বরাদ্দকৃত বাজেট উক্ত কর্মকর্তা অস্বীকার করেছেন। প্রাণী সম্পদ বিভাগে ভ্যাকসিন সংকট দেখিয়ে অর্থ গ্রহণ সাপেক্ষে কৌশলে ভ্যাকসিন প্রদান করে মোটা অংকের টাকা গ্রহণ করছেন উক্ত কর্মকর্তা। এছাড়া, তিনি বিগত সময়ে বিভিন্ন উপজেলায় চাকুরি করার সুবাদে অবৈধ উপায়ে অর্থ উপার্জনের মাধ্যমে বিপুল অর্থ ও সম্পদের মালিক হয়েছেন।
বক্তারা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।