Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ ভাই আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ ভাই আটক

March 06, 2025 10:16:49 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ ভাই আটক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সিয়াম (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামে একটি ভুট্টা ক্ষেত থেকে শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিয়াম ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় তার সৎ ভাই লাইস (১৫) কে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, সিয়ামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার সৎ ভাই লাইসকে জিজ্ঞাসা করলে তার দেয়া তথ্য মতে বাড়ির পাশে শামীম আলী নামে এক কৃষকের ভুট্টা ক্ষেতে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

স্থানীয়রা আরো জানান, সিয়ামকে হত্যা করার কারণ জানতে চাইলে লাইস জানান, তার সৎ মা তাকে ঠিকভাবে ভোরণ-পোষণ দিচ্ছিল না এবং সব ক্ষেত্রে তাকে বঞ্চিত করা হচ্ছিল। এতে ক্ষোভে সে তাকে বাড়ির পার্শ্বে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

পীরগঞ্জ থানার এসআই আব্দুল হালিম জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর সৎ ভাই লাইসকে আটক করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।