
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসাদুল ইসলাম (১২) নামে হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী মায়ের উপর অভিমান করে গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার করনা-মহেশপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থী বাগানবাড়ী হাফেজিয়া মাদ্রাসায় হেফজো বিভাগে পড়াশোনা করছিল। তার বাবা মোস্তফা আলী জানান, আসাদুল ইসলাম মায়ের উপর অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয়।
পুলিশ রবিবার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।