Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / প্রতিবেশীর বাড়িতে মুরগি যাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রতিবেশীর বাড়িতে মুরগি যাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

November 16, 2024 06:31:37 PM   স্টাফ রিপোর্টার
প্রতিবেশীর বাড়িতে মুরগি যাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

শরীয়তপুরের জাজিরা পৌরসভার মাদবরবাড়ি (৮নং ওয়ার্ড) এলাকায় প্রতিবেশীর বাড়িতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) এ ঘটনাটি ঘটে। নিহতের নাম নজরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, নজরুল ইসলামের বাড়ির মুরগি প্রতিবেশী বোরহান মাদবরের (৩৬) বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে দুই পরিবারের মহিলাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। খবর পেয়ে বোরহান মাদবর ও তার ভাই রাজন মাদবর (২২) ঘটনাস্থলে এসে ধারালো ছেন দিয়ে নজরুল ইসলামসহ তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

“সংঘর্ষে গুরুতর আহত হন নজরুল ইসলাম (৪০), তার ভাই সুমন মাদবর (৩২) এবং তাদের বাবা লতিফ মাদবর (৬৫)। আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা নজরুল ও সুমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। লতিফ মাদবরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম মারা যান।”

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, "তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।"

এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হওয়ায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।