Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান ও আ.লীগ নিষিদ্ধ দাবিতে জাবিতে বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান ও আ.লীগ নিষিদ্ধ দাবিতে জাবিতে বিক্ষোভ

March 21, 2025 04:49:12 PM   অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান ও আ.লীগ নিষিদ্ধ দাবিতে জাবিতে বিক্ষোভ

জাবি প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান এবং অনতিবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় সংহতি জানিয়ে মিছিলের অংশ নেন জাতীয় নাগরিক পার্টির সাভার প্রতিনিধি এবং সিটি ইউনিভার্সিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ।

মিছিলে শিক্ষার্থীরা-আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান; স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান; হৈ হৈ রৈ রৈ হাসিনা তুই গেলি কই, ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান; খুনি লীগ নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, "প্রধান উপদেষ্টার বক্তব্যে বুঝা যায় অন্তর্বতিকালীন সরকার জুলাইয়ের স্পিটকে ধারণ করে নাই। দেশের স্বার্থে আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে আখ্যায়িত করে দ্রুত নিষিদ্ধ করতে হবে।"

তিনি আরো বলেন, "জেনারেল ওয়াকারকে বলতে চাই, হাসিনার গড়ে ওঠা মসনদ আমরা ৩৬ দিনে ভেঙে দিয়েছি যদি আপনি আবার তাদের ফেরানোর চেষ্টা করেন তাহলে আপনাকেও দেশ থেকে বিতাড়িত করতে এক মুহূর্ত দেরি হবে না।"

মিছিলে অংশ নিয়ে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, "আজ আমাদের চরম দুঃখের দিন। ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগকে নিষেধের দাবিতে আজ আমাদেরকে আবার রাস্তায় নামতে হচ্ছে। অথচ ৫ই আগস্ট এই বাংলার জনগণ গণভোটের মাধ্যমে রায় দিয়ে দিয়েছিল যে বাংলার মাটিতে আওয়ামী লীগ চলবে না। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে দেয়া মানে শহীদের রক্তের সাথে বেইমানি করা।"

সমাবেশে অংশ নেয়া এনসিপি'র সাভার প্রতিনিধি জুলকারনাইন বলেন, "প্রধান উপদেষ্টাকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিয়ে অতিদ্রুত এই বাংলার মাটিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে জেনারেল ওয়াকারের আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টার প্রতি আমরা তীব্র নিন্দা জানাই । তাদের বলতে চাই, গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আওয়ামী লীগেকে মাটিতে প্রতিষ্ঠিত করতে দেয়া হবে না।"