Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / প্রধানমন্ত্রীর জন্ম‌দিনে সালথায় মেজর আতমা হা‌লিমের দোয়া ও আ‌লোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

প্রধানমন্ত্রীর জন্ম‌দিনে সালথায় মেজর আতমা হা‌লিমের দোয়া ও আ‌লোচনা সভা

September 29, 2023 08:16:18 PM   উপজেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রীর জন্ম‌দিনে সালথায় মেজর আতমা হা‌লিমের দোয়া ও আ‌লোচনা সভা

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় প‌বিত্র ঈ‌দে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ৭৭তম জন্ম‌দিন উপল‌ক্ষ্যে আ‌লোচনা সভা ও দোয়া মাহ‌ফিল ক‌রে‌ছেন বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফ‌রিদপুর-২ আস‌নের আওয়ামীলী‌গের ম‌নোনয়ন প্রত‌্যাশী মেজর (অবঃ) আতমা হালিম (দুলু)।

নগরকান্দ‌া ও সালথা উপ‌জেলা আওয়ামীলীগ ও সহ‌যোগী সংগঠ‌নের আ‌য়োজ‌নে বৃহস্প‌তিবার (২৮ সে‌প্টেম্বর) বিকা‌লে সালথা সদর বাজারের বাইপাস সড়কে অবস্থিত মেজর (অবঃ) আতমা হালিম এর আওয়ামীলীগ সরকা‌রের উন্নয়ন ও প্রচারণা অফিসে এই আ‌লোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প‌বিত্র ঈ‌দে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর জন্ম‌দিন উপল‌ক্ষ্যে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মেজর (অবঃ) আতমা হালিম (দুলু)। এরপর প্রধানন্ত্রীর জন্ম‌দিন উপল‌ক্ষ্যে আওয়ামীলীগ ‌নেতৃবৃন্দ‌কে সা‌থে নি‌য়ে কেক কা‌টেন তি‌নি।

আওয়ামীলীগ নেতা মেজর (অবঃ) আতমা হালিম ব‌লেন, আজ বিশ্ব শান্তির অগ্রদুত, মানবজা‌তির মু‌ক্তির দিশারী, শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (স:) এর জন্ম‌দিন প‌বিত্র ঈ‌দে মিলাদুন্নবী ও স্ব‌দে‌শের কল‌্যা‌ণে চির নির্ভীক অ‌ভিযাত্রী, বাংলা‌দে‌শের উন্নয়‌নের দিশারী জন‌নেত্রী দেশরত্ন শেখ হা‌সিনার শুভ জন্ম‌দিন। আমরা এই দি‌নে শপথ নিব দে‌শের উন্নয়‌নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচ‌নে নৌকা মার্কায় ভোট দি‌য়ে শেখ হা‌সিনাকে আবার ক্ষমতায় আন‌বো। বাংলা‌দে‌শের উন্নয়‌নে শেখ হা‌সিনার কোন বিকল্প নাই।

তি‌নি আরও ব‌লেন, জা‌তির জনক বঙ্গবন্ধু আমা‌দের স্বাধীনতা দি‌য়ে‌ছেন আর মাননীয় প্রধানমন্ত্রী আমা‌দের ‌জি‌জিটাল বাংলা‌দেশ দি‌য়ে‌ছেন, বর্তমা‌নে আমরা স্মার্ট বাংলা‌দে‌শের দারপ্রা‌ন্তে। দেশরত্ন শেখ হা‌সিনা আমা‌দের জন‌্য স্ব‌প্নের পদ্মা‌সেতু, মে‌ট্রো‌রেল, কর্ণফুলী বঙ্গবন্ধু ট‌্যা‌নেল, রুপপুর পারমান‌বিক বিদ‌্যুৎ কেন্দ্র উপহার দি‌য়েছেন। উন্নয়নশীল দে‌শের স্বপ্ন দেখা‌চ্ছেন। আজ প্রাণ খু‌লে সেই গণত‌ন্ত্রের মানসকন‌্যা জন‌নেত্রী শেখ হা‌সিনার জন‌্য দোয়া ক‌রি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে সবাই নৌকা মার্কায় ভোট দি‌বেন এবং আমার জন‌্য দোয়া কর‌বেন।

উপ‌জেলা আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক মোঃ আ‌নোয়ার হোসেন মিয়া, সভাপ‌তি‌ত্বে এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপজেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান মোঃ ওয়া‌হিদুজ্জামান মোল‌্যা, রামকান্তপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ইশারত হো‌সে‌ন, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ মাতুব্বর, নগরকান্দা পৌরসভার ওয়ার্ড ক‌মিশনার কাউসার হো‌সেন, ডাঙ্গী ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সা‌বেক সভাপ‌তি বীর মুক্তি‌যোদ্ধা আঃ কা‌দের মোল‌্যা, আওয়ামীলীগ নেতা কাজী জা‌কির হো‌সেন, সাইফুল ইসলাম, যুবলীগ নেতা  লুৎফর রহমান প্রমূখ। এছাড়া আওয়ামীলীগ ও এর বি‌ভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বি‌ভিন্ন ইউ‌নিয়‌ন থে‌কে আগত নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।