Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা পোস্টারিং কালে হামলা ও ছিঁড়ে ফেলার অভিযোগ, আহত ১০ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে...

প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা পোস্টারিং কালে হামলা ও ছিঁড়ে ফেলার অভিযোগ, আহত ১০

September 29, 2023 11:01:44 AM   নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা পোস্টারিং কালে হামলা ও ছিঁড়ে ফেলার অভিযোগ, আহত ১০

প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা পোস্টারিং কালে হামলা ও ছিঁড়ে ফেলার অভিযোগ, আহত ১০
নিজস্ব সংবাদদাতা:
ভোলার লালমোহন ও তজুমদ্দিন থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা পোস্টারিং করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার ভোলার লালমোহন ও তজুমদ্দিন থানার অন্তত ৫টি জায়গায় এ ঘটনা ঘটে। হামলায় আহতরা সবাই সাবেক ছাত্রলীগ নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের অনুসারী। তারা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের পক্ষ থেকে শুভেচ্ছা পোস্টারিংয়ে অংশগ্রহণ করছিল বলে জানা গেছে।

জানা যায়, লালমোহন-তজুমদ্দিনের বিভিন্ন জায়গায় পোষ্টার লাগানোর সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা প্রতিবন্ধকতার সৃষ্টি করে, পোষ্টার ছিঁড়ে ফেলে এবং আওয়ামী লীগের কর্মীদের কুপিয়ে গুরুতর জখম ও পিটিয়ে মারাত্মক আহত করে।

লালমোহন থানার নেতাকর্মীরা অভিযোগ করেন, বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজারে পোস্টারিংয়ের সময় ইউনিয়নের মহিজল মেলকার, টিটব মেলকার, রাসেল মেলকার, সায়েদুল মেলকার, রাশেদ মেলকার ও কামালের নেতৃত্বে অন্তত ২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ রোমান মেলকারকে কুপিয়ে গুরুতর জখম করে এবং শ্রমিক লীগ নেতা আল-আমিন হাওলাদার, আওয়ামী লীগ নেতা আতাউর মাতাব্বর ও আওয়ামী লীগ নেতা আজাহার হাওলাদারকে পিটিয়ে মারাত্মক আহত করে। রোমান মেলকার বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্যরা চিকিৎসাধীন অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন। অপরদিকে লালমোহন থানার ধলীগৌরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নুরুল্লা বাজারে চিহ্নিত সন্ত্রাসী মান্নান মৃধা, রিয়াজ পাটওয়ারী, মোঃ হারুন ও মিজানসহ কয়েক জন আওয়ামী লীগ কর্মী মোঃ সোহেল রানাকে পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত সোহেল রানা এখন ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়াও লালমোহন থানাধীন গজারিয়া বাজারে সজীব পঞ্চায়েতের নেতৃত্বে ১০-১২ জন আওয়ামী লীগ কর্মী পিন্টু সিকদারকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত পিন্টু সিকদার এখন ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

তজুমদ্দিন থানার নেতাকর্মীদের অভিযোগ, তজুমদ্দিন থানাধীন চাঁদপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের পাটওয়ারী দোকান এলাকায় পোস্টারিং এর সময় ইউনিয়নেরমোঃ শরীফ, মোঃ কামাল, মোঃ ইউনুছ ও মোঃ জসিমের নেতৃত্বে কয়েকজন মিলে আওয়ামী লীগ নেতা মোঃ জহির পাটওয়ারীকে পিটিয়ে গুরুতর আহত করে। অপরদিকে তজুমদ্দিন বাজারের দক্ষিন মাথা হাসপাতালের সামনে পোস্টারিংয়ের সময় ওই এলাকার মিজান পোদ্দার, নৌকা রিয়াজ, সাদেক রিয়াজ, সবুজ (বেচু দালাল) ও নজরুল (রফিক মুন্সী) এর নেতৃত্বে কয়েকজন যুবলীগ নেতা সামছুদ্দিন দর্জিকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। তজুমদ্দিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা পোস্টার সাঁটাতে গিয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। তিনি দ্রুত এ ঘটনার তদন্ত করে অভিযুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান।

পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যার পর লালমোহনের দেবীরচর এলাকায় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।