
প্রেস বিজ্ঞপ্তি:
অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের পাঁচবারের সভাপতি এবং ১৯৮৪ ও ১৯৮৫ সালে দুই দফা সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক জোটের (বাসাজ) সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পদাক এসএম সামসুল হুদা। বৃহস্পতিবার এক বার্তায় বাসাজ এর পক্ষ থেকে এই শোক জানানো হয়।
এর আগে বুধবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে ঢাকার রামপুরায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন এম শাহজাহান মিয়া। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে।
এম শাহজাহান মিয়া ১৯৪৪ সালের ১৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের (বিক্রমপুর) লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর গণযোগাযোগ ও সাংবাদিকতায় ডিপ্লোমা ও স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।
১৯৭০ সালে অধুনালুপ্ত ইংরেজি দৈনিক ‘দ্য পিপল’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধেও অংশ নেন তিনি। ১৯৭২ সালে বাংলাদেশ সংবাদ সংস্থায় যোগদান করেন।
১৯৮৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত আট বছরে ঢাকা সাংবাদিক ইউনিয়নে পাঁচবার সভাপতি এবং ১৯৮৪ ও ১৯৮৫ সালে দুই দফা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস-মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন তিনি।
জানা গেছে, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কাজিরগাঁওয়ের খিদিরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে সাংবাদিক এম শাহজাহান মিয়াকে দাফন করা হবে।