Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / পরিবার থেকে বিদায় নিয়ে ঢাকায় বিএনপি-জামাত : শিক্ষামন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পরিবার থেকে বিদায় নিয়ে ঢাকায় বিএনপি-জামাত : শিক্ষামন্ত্রী

October 27, 2023 08:08:10 PM   জেলা প্রতিনিধি
পরিবার থেকে বিদায় নিয়ে ঢাকায় বিএনপি-জামাত : শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আগামীকাল ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির যে সমাবেশ রয়েছে। ইতিমধ্যে সেই সমাবেশে যোগ দিয়েছেন জামায়াত-বিএনপি নেতাকর্মীরা। তারা পরিবার থেকে বিদায় নিয়ে গেছেন। তার অর্থ কি? তারা আমাদের অর্জনগুলো, জাতির ও দেশের অর্জনকে নস্যাৎ করতে চায়।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে রায়পুর সরকারি কলেজের নবনির্মিত ৬ তলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথাগুলো জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন- আগামীকাল দেশের প্রথম কর্ণফুলীর নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন টাকে জামায়াত-বিএনপি সহিংসতা করার প্রস্তুত নিয়েছে। স্বাভাবিকভাবে দেশবাসীর কাছে নানা আশংকা জন্ম দিয়েছে।

জামায়াত-বিএনপির অপশক্তি দেশে কোন বিশৃঙ্খলা না ঘটাতে পারে। সেই জন্য আমরাও প্রস্তুত আছি জনগণকে পাশে নিয়ে। আওয়ামী লীগ জনগণের দল হিসাবে, আমরা জনগণের পাশে আছি। আওয়ামী লীগ উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী। শান্তি না থাকলে উন্নয়ন করা সম্ভব নয়। দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকারের পাশাপাশি দল হিসাবে আমরা রাজপথে থাকবো। মানুষের জানমাল রক্ষার স্বার্থে। জনগণ ও আমাদের সঙ্গে থাকবে।

নবনির্মিত ভবন উদ্বোধন কালে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও পুলিশ সুপার তারেক বিন রশিদসহ প্রমুখ।

এরপর শিক্ষামন্ত্রী রায়পুর মার্চেন্ট একাডেমি মাঠে আয়োজিত রায়পুর উপজেলা ও রায়পুর পৌর ছাত্রলীগের সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।