
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। তার হত্যার ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবীতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২ টায় আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আয়োজনে, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিন আজমেদ এর সভাপতিত্বে এবং ছাত্রনেতা এস এম তালাল আল কামা বায়েজিদ এর সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য সুজন মিয়া, ছাত্রনেতা আজমাইনী মাহতাব আদিব, পিয়াস আহমেদ, সাইদী সরকার প্রমুখ। এসময় কলেজ ছাত্রদলের ছাত্রনেতা মামুন আহমেদ, হৃদয় আহমেদ, তাওহীদুল ইসলাম, তৌহিক সিদ্দিকী, হাসেম মাহমুদ সহ কলেজের ২ শতাধিক শিক্ষার্থী ও ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।