Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / প্রেসক্লাব বাউফল এর আয়োজনে স্মরণ সভা ও ইফতার মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রেসক্লাব বাউফল এর আয়োজনে স্মরণ সভা ও ইফতার মাহফিল

April 18, 2023 10:44:16 PM   দেশজুড়ে ডেস্ক
প্রেসক্লাব বাউফল এর আয়োজনে স্মরণ সভা ও ইফতার মাহফিল

বাউফল প্রতিনিধি, পাটুয়াখালি:
বাউফল উপজেলার মিডিয়া ও গণমাধ্যম কর্মীদের সর্ব বৃহৎ সংগঠন প্রেসক্লাব বাউফল এর আয়োজনে স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে প্রেসক্লাব বাউফল মিলনায়তনে সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেলের সঞ্চালনায় স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল থানার পুলিশ পরিদর্শন তদন্ত মিজানুর রহমান মিজান।

এসময় জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় সাংবাদিক কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি এবং প্রেসক্লাব বাউফল এর সহ-সভাপতি শেখ এম জাফরান হারুন, প্রেসক্লাব বাউফলের সহ-সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি সোহেল, দপ্তর সম্পাদক এসএম তারেক রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাবের হোসেন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন খান, নির্বাহী সদস্য হারুন আর রশিদ বাচ্চু, সদস্য কাইয়ুম হোসেন, কৃষ্ণ চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিকে মরহুম সাংবাদিক ইমাম হোসেন মনা ও রিয়াদের মাতা হেলেনা খান জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন কর্মরত সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত ও ইফতারের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এসময় মরহুম ইমাম হোসেন মনা এর ভগ্নিপতি মোঃ ফায়েজ সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন