
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের বাঘমারা পূর্বপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি খাল। দীর্ঘদিন পরিচর্যা না থাকায় পরিত্যক্ত হয়ে গেছে খালটি। পরিত্যাক্ত এ খালের কারণে দুর্ভোগে আছেন এলাকাবাসী ও চাষিরা।
সরেজমিনে জানা যায়, বাঘমারা পূর্বপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এই পরিত্যক্ত খালের কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী। খালটি বজলু আকন্দের বাড়ি থেকে শুরু করে ইউনুস আলীর বাড়ী পর্যন্ত বিস্তৃত। ভারী বর্ষণের ফলে এই খাল পূর্ণ হয়ে গেলে মানুষের যাতায়াতের সমস্যা হয়। পাশাপাশি বন্যার সময়ে এই খালে পানির চাপে স্রোতের সৃষ্টি হলে বাড়ির আঙ্গিনার মাটি ধ্বসে যায় এমনকি বসতবাড়ি ও ভেঙে যায়।
স্থানীয়দের মধ্যে ইউনুস আলী বলেন, খালটি পরিত্যক্ত হওয়ার পর থেকে প্রতিবছর আমাদের বসত বাড়ি ভেঙে যায়। এভাবে প্রতি বছর ভেঙে যাওয়া ঘরবাড়ি ঠিক করতে করতে এখন আমরা হাপিয়ে গেছি। আমরা সরকারের কাছে খালটির সংস্কারের দাবি জানাচ্ছি।
অপরদিকে এই খালের পানি দিয়ে ফসল চাষ করেন কয়ড়া গ্রামের চাষির। বাঘমারা গ্রামের উত্তর পাশে কয়ড়া গ্রাম অবস্থিত৷ স্থানীয়রা বলেন, এই খাল যদি মাটি দ্বারা ভরাট করা হয় তাহলে কয়ড়া গ্রামে ফসল চাষ বন্ধ হয়ে যাবে। তাই খালটি সংস্কারের দাবি জানান তিনি।