Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / পলক, দীপু মনি, ইনু, মেনন ও সালমান ফের রিমান্ডে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পলক, দীপু মনি, ইনু, মেনন ও সালমান ফের রিমান্ডে

October 08, 2024 03:03:32 PM   অনলাইন ডেস্ক
পলক, দীপু মনি, ইনু, মেনন ও সালমান ফের রিমান্ডে

যাত্রাবাড়ী ও নিউমার্কেট থানার পৃথক চারটি মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ২৪ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ। পাশাপাশি, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে ১৯ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকেও ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননেরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শাহীন রেজার আদালত রিমান্ড আবেদনের শুনানি শেষে এই রায় দেন।

এদিন সকালে আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হলে তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়। পাঁচজন আসামির পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন, তবে আদালত তা নাকচ করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ইমন হোসেন গাজী নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার মামলায় দীপু মনি, পলক, ইনু ও রাশেদ খান মেননের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। হত্যার আরেক মামলায় সাকিব হাসানের মৃত্যু নিয়ে দীপু মনি ও পলকের রিমান্ডও ৭ দিনের জন্য মঞ্জুর হয়।

এছাড়া কিশোর মাহমুদুল হাসান জয়ের মৃত্যু নিয়ে যাত্রাবাড়ী থানার আরেক মামলায় দীপু মনি, পলক ও সালমান এফ রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।