Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / পালানোর সময় বাড়তি কাপড়চোপড় নিতে পারেননি শেখ হাসিনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পালানোর সময় বাড়তি কাপড়চোপড় নিতে পারেননি শেখ হাসিনা

August 08, 2024 03:09:12 PM   অনলাইন ডেস্ক
পালানোর সময় বাড়তি কাপড়চোপড় নিতে পারেননি শেখ হাসিনা

দেশ ছেড়ে পালানোর সময় শেখ হাসিনা বাড়তি কাপড়চোপড় নিয়ে যেতে পারেননি। ফেলে যেতে হয়েছে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রও। বুধবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এমন দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। সরকারি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, শেখ হাসিনার সঙ্গে যে দলটি ভারতে পৌঁছেছিল, তারা অত্যন্ত বেদনার মধ্যে ছিল।

কারণ, তাদের তাড়াহুড়ো করে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল। ফলে অতিরিক্ত কাপড়চোপড় ও নিত্যব্যবহার্য জিনিসপত্র সঙ্গে নিতে পারেননি তারা। ঘটনার আকস্মিকতার ধাক্কা, চাপ থেকে বের হতে তাদের সাহায্য করছেন ভারতের সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রটোকল কর্মকর্তারা। অতিথিদের পোশাকসহ বিভিন্ন জিনিসপত্র কিনতেও সাহায্য করেছেন তারা।
সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দিয়েছিল নিরাপত্তা বাহিনী। পরে একটি সামরিক প্লেনে চড়ে উড়াল দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা এবং অন্য ঘনিষ্ঠ সহযোগীরা। তাদের বহনকারী প্লেনটি দিল্লির কাছে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে।

দেশত্যাগের প্রায় তিন দিন পার হলেও এখনো হিন্দন বিমানঘাঁটির কাছে একটি সেফ হাউসে অবস্থান করছেন শেখ হাসিনা। সূত্র জানিয়েছে, তৃতীয় কোনো দেশে আশ্রয় আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতে থাকতে পারেন তিনি।