Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় কুমিল্লার ৬ আইনজীবী কারাগারে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় কুমিল্লার ৬ আইনজীবী কারাগারে

April 21, 2025 07:36:32 PM   উপজেলা প্রতিনিধি
পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় কুমিল্লার ৬ আইনজীবী কারাগারে

কুমিল্লা নগরীর পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটনসহ ছয়জন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহাবুবুর রহমান শুনানি শেষে এ নির্দেশ দেন। মামলার ছয় আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

কারাগারে পাঠানো বাকি পাঁচজন হলেন- আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাবেক এপিপি এএমএম মহিন, অ্যাডভোকেট জহুর হাসান চৌধুরী সোহাগ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভূঁইয়া ও অ্যাডভোকেট জাকির হোসেন।

এ মামলায় অ্যাডভোকেট জিয়াউল হাসান চৌধুরী সোহাগ ও অ্যাডভোকেট মইন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু জানান, গত ১১ আগস্ট কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার মোট আসামির সংখ্যা ২৬১ জন। সোমবার শুনানিতে উপস্থিত ছিলেন ২৪ জন। তাদের মধ্যে ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।

শুনানির সময় আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা আসামিদের বিচার দাবিতে স্লোগান দেন। এ সময় আসামিদের কারাগারে নেওয়ার পথে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।