Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / পশ্চিমবঙ্গে একদিনে ৫৪ জন বাংলাদেশি আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পশ্চিমবঙ্গে একদিনে ৫৪ জন বাংলাদেশি আটক

October 23, 2024 01:41:58 PM   অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গে একদিনে ৫৪ জন বাংলাদেশি আটক

পশ্চিমবঙ্গের দুই সীমান্ত থেকে একদিনে ৫৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্যটির পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এটি পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। যদিও ধৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি, বাহিনীর দাবি, অনুপ্রবেশকারীরা বিভিন্ন কারণে দেশ ত্যাগ করতে চেয়েছিল। তাদের মধ্যে অনেকেই কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশ করে।

মঙ্গলবার (২২ অক্টোবর) পশ্চিমবঙ্গ পুলিশের তথ্য অনুযায়ী, ওসি মহম্মদ খুরশিদ আলমের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদ জেলার নশিপুর গ্রামে গোপন অভিযান চালায় এবং সেখান থেকে ৪১ জন বাংলাদেশিকে আটক করে।

ধৃতদের মঙ্গলবার দুপুরে জেলা আদালতে তোলা হয়। পুলিশ তাদের অবৈধ প্রবেশের কারণ জানার জন্য নিজেদের হেফাজতে নিতে চায়। বিচারক ধৃতদের পাঁচদিনের পুলিশি হেফাজতের অনুমতি দিয়েছেন।

অপর একটি ঘটনায়, উত্তর ২৪ পরগনার ভোমরা ঘোজাডাঙ্গা সীমান্ত সংলগ্ন সরুপনগর এলাকা থেকে ১৩ জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। বাহিনীর দাবি, মঙ্গলবার দিবাগত রাতে বিথারী তাড়ালী ও কৈজুরী বিওপি এলাকা থেকে তারা অবৈধভাবে প্রবেশ করে। বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে।

ধৃতদের মধ্যে রয়েছে ৭ শিশু, ৪ নারী ও ২ জন পুরুষ, এবং সকলেই সাতক্ষীরা বাসিন্দা। ধৃতদের বসিরহাট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দেন।