Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পাংশায় স্কুল শিক্ষক হত‍্যা: অস্ত্র-বোমাসহ আরও ৩ আসামি গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাংশায় স্কুল শিক্ষক হত‍্যা: অস্ত্র-বোমাসহ আরও ৩ আসামি গ্রেপ্তার

May 07, 2023 06:10:15 PM   উপজেলা প্রতিনিধি
পাংশায় স্কুল শিক্ষক হত‍্যা: অস্ত্র-বোমাসহ আরও ৩ আসামি গ্রেপ্তার

আকাশ মাহমুদ:
রাজবাড়ীর পাংশায় স্কুল শিক্ষক মিজান হত‍্যার ঘটনায় আরও ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে জব্দ করা হয়েছে অস্ত্র ও ককটেল বোমা।

৬ মে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত এ নিয়ে মোট ৮ জনকে গ্রেপ্তার হয়েছে।

শনিবার সকালে পাংশা মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ‍্য জানায় সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।

গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম নতুন পাড়া এলাকার মন্টু শিকদারের ছেলে সজীব শিকদার (২০), সরিষা ইউপির শেখপাড়া গ্রামের নুর আলী মন্ডল ওরফে নুর আলমের ছেলে মো: রাসেল মন্ডল এবং একই ইউপির কোলানগর গ্রামের সোহরাব শেখ এর ছেলে মো: রমজান শেখ।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল রাত ৯,৩০ মিনিটের দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন স্কুল শিক্ষক মিজানুর রহমান। পথে বলাই বিশ্বাসের বাড়ির সামনে ৮ থেকে ১০ জন তার গতিরোধ করে হাতখাতার টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। তার কাছে টাকা না পেয়ে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মিজানুর রহমানকে গুলি করেলে  ঘটনাস্থলেই তিনি মারা যান। এঘটনায় তার স্ত্রী বাদি হয়ে মামলা দায়েরে পর পুলিশ অস্ত্র-গুলিসহ ৫ আসামিকে গ্রেপ্তার করে।

হালখাতার টাকা ছিনতাইয়ের জন‍্যই এই হত‍্যাকান্ড ঘটানো হয়েছে বলে জানান পুলিশ।