
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের গুরুপাড়া ও কুমারপাড়ায় পাটগ্রাম উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ ১৩ টি দুয়ারী কারেন্ট জাল ও ১ টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের অপরাধে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মুহাম্মদ আসাদুল্লাহ ও সঙ্গীয় ফোর্স এসআই আনোয়ার হোসেন এবং কনসটেবল মঞ্জুরুল।
মৎস্য অফিসার দীন মুহাম্মদ আসাদুল্লাহ বলেন, দেশিয় প্রজাতির মাছ রক্ষার্থে আমরা বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অভিযান পরিচালনা করি । অভিযানে আমরা ১৩ টি দুয়ারী ১টি কারেন্ট জাল আটক করি। আটককৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নদ-নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ।